আন্তর্জাতিক ডেস্ক: আবারো সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষে নির্লজ্জ সাফাই গেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, সৌদি রাজতন্ত্র-বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডে সেদেশের যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের হাত নেই। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ খাশোগি হত্যার জন্য বিন সালমানকে দায়ী করার একদিন পর ট্রাম্প হাস্যকর এই দাবি করে বসেন।
ট্রাম্প বলেন, সিআইএ প্রয়োজনীয় তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে যে সিদ্ধান্তে উপনিত হয়েছে সে সংক্রান্ত কাগজপত্র এখনো তার হাতে এসে পৌঁছায়নি। মার্কিন প্রেসিডেন্ট অবশ্য সিআইএ’র মূল্যায়নকে প্রত্যাখ্যান করেননি।
ট্রাম্প দাবি করেন, বিন সালমান নির্দোষ এবং তিনি অচিরেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং সিআইএ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। শনিবার সিআইএ তাদের তদন্ত ও দলিল-প্রমাণের ভিত্তিতে খাশোগি হত্যার নির্দেশদাতা হিসেবে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে চিহ্নিত করে।
গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে নৃশংসভাবে খুন হন সাংবাদিক জামাল খাশোগি। সূত্র: পার্সটুডে




Discussion about this post