নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৬৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা রুজু করা হয়েছে।
সোমবার ডিএমপির ডেপুটি কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
মাসুদুর রহমান আরো বলেন, আটককৃতদের কাছ থেকে ৪৯৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ১৬৮ গ্রাম ২১৩০ পুরিয়া হেরোইন, ২ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল, ২ বোতল দেশী মদ, ৭৪ ক্যান বিয়ার ও ৩০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।




Discussion about this post