চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে যাচাই-বাছাইয়ে বিএনপির কয়েকজন শীর্ষ নেতাসহ ধানের শীষ প্রতীকের বেশির ভাগ প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে বিকল্প প্রার্থী থাকায় এসব আসনের একটিতেও শূন্যতা সৃষ্টি হয়নি। বাছাইয়ের সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকা একজন আওয়ামী লীগ নেতার মনোনয়নপত্র বাতিল হলেও নৌকা প্রতীকের কোনো প্রার্থীর মনোনয়নপত্রে তেমন ভুল পাননি রিটার্নিং কর্মকর্তারা। ফলে সবক’টি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়।
রবিবার চট্টগ্রামের দুই রিটার্নিং কর্মকর্তা বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান ও জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসাইনের কার্যালয়ে আলাদাভাবে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। বিকাল ৫টার পর যাচাই-বাছাইয়ের এ তথ্য প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তারা। প্রাপ্ত তথ্যমতে, যাচাই-বাছাইয়ে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া ও বোয়ালখালী একাংশ) আসনে মনোনয়নপত্র দাখিল করলেও মনোনয়নের চিঠি জমা দিতে না পারায় এবং ঋণখেলাপি হওয়ায় গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়। কিন্তু চট্টগ্রাম-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. হাছান মাহমুদ ও ফটিকছড়ি আসনে মহাজোটের শরিক তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজাভাণ্ডারীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
Discussion about this post