পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। আহত হয়ছেন অন্তত ১০ জন। পাবনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার এবনে মিজান জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভাড়ারা ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভাড়ারা ইউনিয়নের আরঙ্গবাদ খয়েরবাগান গ্রামের মৃত জাহেদ আলী শেখের ছেলে আব্দুল মালেক (৫০) ও মৃত গহের আলী খানের ছেলে লস্কর আলী খান (৬৫)। তারা পরস্পর চাচাত ভাই।
স্থানীয়রা জানান, পদ্মা নদীর চর থেকে বালি উত্তোলন নিয়ে স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাড়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ এবং সুলতান আহমেদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরেই দুপক্ষের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ওসি জালাল উদ্দিন এ সংঘর্ষের তথ্য নিশ্চিত করে জানান, পদ্মা নদীর চর থেকে বালি উত্তোলন নিয়ে স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাড়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ এবং সুলতান আহমেদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরেই দুপক্ষের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।




Discussion about this post