নেত্রকোনা প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা প্রতীক বরাদ্দের পর হঠাৎ করে নেত্রকোনা জেলা বিএনপির সহসভাপতিসহ ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশে। এতে নেতাকর্মীদের মধ্যে পুনরায় গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।
সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, সোমবার প্রতীক বরাদ্দের পর হঠাৎ করে নেত্রকোনা ও দুর্গাপুর থানা পুলিশ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন-জেলা সহসভাপতি ইমাম হোসেন আবু চান, শ্রমিক দলের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল মোতালিব, সদর উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. শাহ জালাল, জেলা যুবদল নেতা দিদার লস্কর, তরিকুল ইসলাম, বিএনপি নেতা মো. শরীফ ও পৌর কৃষক দলের সভাপতি মো. শান্তু মিয়া মজিবুর রহমান, দুর্জয়কে গ্রেফতার করে। ফলে দলের নেতাকর্মীদের মধ্যে আবার গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিএনপি প্রার্থী দলের সাধারণ সম্পাদক ডা. মো. আনোয়ারুল হক বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, নির্বাচনকে ব্যাহত করতেই পুলিশ কোনো কারণ ছাড়াই নেতাকর্মীদের গণগ্রেফতার করছে।
এ ব্যাপারে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফখরুজ্জামান জুয়েলের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।




Discussion about this post