নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় শুক্রবার মধ্যরাতে কলমাকান্দা উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি সভাপতিসহ ৩ জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে জানায় পুলিশ। শনিবার সকালে তাদের নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হচ্ছে, কলমাকন্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, মোটরযান কর্মচারী ইউনিয়নের নতা আল আমিন ও বিএনপি নেতা হাফিজুর রহমান।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।




Discussion about this post