রংপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশে উন্নয়ন হয়। জনগণ বারবার ভোট দেয়ায় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, বর্তমানে আরোও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার।
রবিবার রংপুর তারাগঞ্জে নির্বাচনী প্রচারণায় তিনি নৌকার প্রার্থীদের বিজয়ী করার আহবান জানিয়ে বলেন, আমি দেখেছি রংপুরের এসব এলাকায় ছিলো মঙ্গা। ২০০৮ এ নির্বাচিত হয়ে ২০০৯ সরকার গঠন করার পর থেকে আল্লাহর রহমতে কোনো মঙ্গা হয়নি।
তিনি আরো বলেন, অনেক ক্লিনিক করে দিয়েছি। চিকিৎসার সংকট হয়নি। বিনে পয়সায় ঔষধ দিচ্ছি। বই আপনাদের কিনতে হয় না। বৃত্তি দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি। প্রাইমারির বৃত্তির টাকা মায়ের নামে মোবাইল ফোনের নামে ১ কোটি ৪০ লাখ মায়ের মোবাইলে পাঠিয়ে দিচ্ছি।
আওয়ামী লীগের সভাপতি বলেন, প্রত্যেকটি এলাকায় পানির সুব্যবস্থা করে দিচ্ছি। দুবেলা পেট ভরে ভাত খাবেন। ছেলেদের পড়ালেখা করাবেন। কৃষকরা ১০টাকায় ব্যাংক একাউন্ট খুলতে পারে। কৃষকদের কার্ড দেয়া হয়েছে। কৃষক যাতে উৎপাদিত মূল্যের দাম পায় সে ব্যবস্থা করে দিয়েছি। কোনো জমি অনাবাদি থাকবে না।




Discussion about this post