নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভাটারা থানার বারিধারা ‘জে’ বক্লের যমুনা ব্যাংকের একটি এটিএম বুথের ভেতর থেকে শামীম (২৪) নামক এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শামীমের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
সোমবার ভোর ৬টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। ভাটারা থানার ডিউটি অফিসার এসআই বিলকিস বেগম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে বলেন, বারিধারা ‘জে’ ব্লকের কাতিল ফার্নিচারের নিচে যমুনা ব্যাংকের এটিএম বুথ থেকে শামীমের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদেন্তর জন্য তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলো যাচাই-বাছাই চলছে।
এসআই বলেন, মাথার আঘাত দেখে মনে হয়েছে তাকে ভারী কোনও কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।




Discussion about this post