নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্তব্যরত আনসার সদস্যদের সঙ্গে হাসপাতালের নার্সদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। আচমকা এই সংঘর্ষের সূত্রপাত কী কারণে, সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এই সংঘর্ষ শুরু হয়ে প্রায় ঘণ্টাখানেক চলে।
পরে বিএসএমএমইউ পরিচালকের আশ্বাসে নার্স ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে ফিরে যান। আগামী রবিবার এ ঘটনা নিয়ে হাসপাতাল প্রশাসন বৈঠকে বসবে বলে জানিয়েছে হাসপাতালের একটি সূত্র। ঘটনার সময় হাসপাতালে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেয়া হয়নি।
শাহবাগ থানার এসআই সুজন চৌধুরী বলেন, আনসার সদস্যরা বিএসএমএমইউয়ের নার্সদের ওপর চড়াও হন। নার্সরাও চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিয়ে আনসারদের ওপর চড়াও হন। পরে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
Discussion about this post