নিজস্ব প্রতিবেদক: সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০১৯-২০ সালের কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন রবিবার দুপুরে। এ সময় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুনের নেতৃত্বে শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
সাদা প্যানেলে সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন ও সম্পাদক পদে অ্যাডভোকেট আবদুন নূর দুলাল মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া সহ-সভাপতি পদে মো. জসিম উদ্দিন ও বিভাস চন্দ্র বিশ্বাস, সহ-সম্পাদক পদে বাসির উদ্দিন ভূঁইয়া এবং কাজী শামসুল হাসান শুভ, ট্রেজারার পদে সৈয়দ আলম টিপু। এবং সদস্য পদে মোহাম্মদ জগলুল কবির, মশিউর রহমান, শামীম সরদার, আফিয়া আফরোজি রানী, আওলাদ হোসেন, হুমায়ূন কবির, চঞ্চল কুমার বিশ্বাস মনোনয়নপত্র জমা দেন।
এর আগে ২৭ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনয়নপত্র জমা দেয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে আইনজীবীরা উপস্থিত ছিলেন।
সভাপতি পদে এজে মোহাম্মদ আলী এবং সম্পাদক পদে ব্যারিস্টার এএম মাহাবুব উদ্দিন খোকন মনোনয়নপত্র জমা দেন।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে বিগত কয়েক বছর ধরে জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে বিএনপি সমর্থিত নীল প্যানেল। তবে সব ধরনের দ্বন্দ্ব সংঘাত মিটিয়ে তারণ্যনির্ভর প্যানেল ঘোষণা হয়েছে বলে জানান আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সদস্য প্রার্থী মোহাম্মদ জগলুল কবির। তিনি বলেন, আইনজীবীদের কল্যাণে আমরা কাজ করে যাব। এ বারের প্যানেল নিয়ে কারও মধ্যে কোন দ্বন্দ্ব নেই। আশা করছি এবার আমরা সম্পূর্ণ প্যানেলে জয় লাভ করব।
২০১৮-১৯ সালের নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী (নীল প্যানেল) আইনজীবীরা নিরঙ্কুশ জয় পায়। সভাপতি, সম্পাদকসহ ১০টি পদে জয় লাভ করে এ প্যানেল। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল হিসেবে পরিচিত) সমর্থিত প্রার্থীরা চারটি পদে জয় লাভ করে। ১৩ ও ১৪ মার্চ ভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৮ হাজার ৮৮ জন ভোট প্রয়োগ করবেন।
Discussion about this post