আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ১৪ বছর ধরে পলাতক এক অপরাধীকে গ্রেফতার করতে মুখিয়ে ছিল ইতালি প্রশাসন। অবশেষে নেপলসের একটি আবাসন থেকে গত শনিবার পুলিশ গ্রেফতার করে ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধী মার্কো ডি লাওরোকে। ওইদিন অভিযানে ছিলেন দেশটির ১৫০ জন পুলিশ সদস্য। খবর দ্য গার্ডিয়ান।
মার্কোর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে সামান্য টাকাপয়সা পাওয়া গেলেও মেলেনি কোনও অস্ত্র। গ্রেফতারির সময় পুলিশের কাছে পোশাক বদলের অনুমতিও চায় মার্কো। নিরাশ হতে হয়নি তাকে। লং টি শার্টে ঝকঝকে তাকে দেখলে বুঝা কঠিন, কিছু সময় পরেই ঠাঁই হতে চলেছে হাজতে।
মার্কোর অপ্রত্যাশিত আচরণে ঘাবড়ে যায় পুলিশ বাহিনী বলে জানান নেপলস পুলিশের প্রধান অ্যান্টোনিও ডি লেসু।
গ্রেফতারের পরে তাকে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময়ে হেলিকপ্টার পাহারার ব্যবস্থা করা হয়। গাড়িটি ঘিরে শতাধিক পুলিশকর্মী ‘ওয়েল ডান’ বলে চিৎকার শুরু করে।




Discussion about this post