নিজস্ব প্রতিবেদক: জানা গেল রাজধানীর চকবাজারের ভয়াবহ আগুনের সূত্রপাত। চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশনের দোতলা থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রধানমন্ত্রীর কাছে জমা দেয়া তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছে আইইবি (ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ) এর তদন্ত কমিটি।
২০ ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডের ঘটনায় ২৩ ফেব্রুয়ারি কমিটি গঠন করে আইইবি। ২৫ ফেব্রুয়ারি তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদনটি তৈরি করে। শনিবার (২ মার্চ) প্রতিবেদনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন আইইবি’র সাধারণ সম্পাদক (সম্মানী) খন্দকার মনজুর মোর্শেদ।
তিনি বলেন, কমিটি আমার কাছে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছি। প্রতিবেদনে আগুন লাগার কারণ এবং কিছু সুপারিশ করা হয়েছে। সুপারিশগুলো বাস্তবায়ন বা আমলে নিলে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে আমি মনে করি।
এতে বলা হয়েছে, ওয়াহেদ ম্যানশনের দোতলায় বিপুল পরিমাণ অতিদাহ্য পদার্থ মজুদ থাকায় ভয়াবহ বিস্ম্ফোরণ ঘটেছে। বেড়েছে আগুনের ভয়াবহতা। দ্রুত ছড়িয়ে পড়েছে আশপাশে।
একাধিক প্রত্যক্ষদর্শীর বক্তব্য, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ, আলামত পরীক্ষা-নিরীক্ষা এবং অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে এসব তথ্য নিশ্চিত হওয়াা গেছে বলে প্রতিদেবদনে উল্লেখ করা হয়েছে।
গত ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ বিস্ম্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় প্রাণ হারিয়েছে ৭১ জন। এর মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে ৬৭ জনের। দগ্ধ ৯জনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে চারজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনজন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। দু’জন এখনও চিকিৎসাধীন।




Discussion about this post