কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় নিজামুল হক নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও তার বান্ধবীকে ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ৩২০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আটক নিজামুল হক চট্টগ্রাম মেট্রোপলিটনে উপপরিদর্শক পদে কর্মরত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে কিছু দিন আগে সাময়িক বরখাস্ত হন তিনি।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেজুখাল ব্রিজ এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, টেকনাফ থেকে আসা একটি মোটরসাইকেল মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল ব্রিজসংলগ্ন বিজিবির চেকপোস্ট অতিক্রম করার সময় তাদের থামানো হয়। পরে গাড়িতে থাকা এক যুবক ও তার বান্ধবীর শরীর তল্লাশি করে ৩২০০ ইয়াবা পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে নিজামুল হক চট্টগ্রাম মেট্রোপলিটনে কর্মরত উপপরিদর্শক বলে জানায়। তবে তিনি কিছু দিন আগে এ ধরনের অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।




Discussion about this post