নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের ভোটারদের ভোট দিতে বাধা দেয়া অভিযোগকে গুজব ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন ছাত্রলীগ সভাপতি ও ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন।
সোমবার ডাকসু নির্বাচনে হাজী মোহাম্মদ মুহসিন হল কেন্দ্রে ভোট দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, হলের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখলাম। এখানে সকাল থেকে শিক্ষার্থীরা আছেন লাইন ধরে। দীর্ঘ ২৮ বছর পর ভোট দিতে পেরে তারা আনন্দিত। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন স্বচ্ছ ও সুন্দর হচ্ছে তা মহসিন হলের পরিবেশ দেখে বুঝা যাচ্ছে।
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ছাত্রীদের ভোট বর্জন ও সিল মারা ব্যালট পাওয়া প্রসঙ্গে শোভন বলেন, বিষয়টা আমি জানি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকরা এসব দেখবে।
এবারের নির্বাচনে ক্ষমতাসীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল, বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া সংগঠন বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার পরিষদসহ অন্যান্য সংগঠন এবং স্বতন্ত্র জোট মিলে মোট ১৩টি প্যানেলে প্রতিদ্বনি্দ্বতা করছেন। এর বাইরে বিভিন্ন পদে স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন।




Discussion about this post