কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে দুই দল মাদক ব্যাবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় আবদুর রহমান (২৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত আবদুর রহমান হোয়াইক্যং পূর্ব মহেষখালীয়া পাড়ার শাহ আলমের ছেলে।
সোমবার ভোরে টেকনাফের হোয়াইক্যং সাতঘরিয়া পাড়া শিয়াল্লা গোনা এলাকাায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, আবদুর রহমান মাদক কারবারী। অন্যদিকে স্বজনরা দাবি করেছে, আব্দুর রহমান ৯ দিন আগে নিখোঁজ হয়েছিল।
পুলিশ জানায়, দুই দল মাদক কারবারীদের মধ্যে গোলাগুলির সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পৌঁছলে মাদক কারবারীরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ৩ হাজার ইয়াবা, একটি দেশীয় এলজি, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৬ রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার করা হয়। আবদুর রহমানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে কক্সবাজারে পাঠায়। সেখানে নেওয়ার পথেই আবদুর রহমান মারা যায়।
পুলিশ গুলিবিদ্ধ লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসান ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাস।




Discussion about this post