নিজস্ব প্রতিবেদক: কুয়েক মৈত্রী হলের পর এবার রোকেয়া হলে ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। হলের একটি রুম থেকে তিন ট্রাঙ্ক ব্যালট উদ্ধার করার পর ভোট বন্ধ করা হয়েছে। ওই রুমে ছাত্রলীগের নেত্রীরা থাকতো বলে জানা গেছে। এমনিতেই রোকেয়া হলে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হয়।
জানা গেছে, হলের একটি রুম থেকে ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। এসব ব্যালটে সিল মারা ছিল না।
এর আগে সোমবার সকালে কুয়েত মৈত্রী হল থেকে সিল মারা এক বস্তা ব্যালট পেপার উদ্ধার করা হয়। এর ঘটনায় ওই হলের প্রভোস্ট শবনব জাহানকে অপসারণ করা হয়।
কুয়েত হলের প্রার্থী ও ভোটাররা জানান, ভোট শুরুর আগে থেকে হলের অডিটোরিয়ামে একটি কক্ষ আগে বন্ধ ছিল। সকালে সেই কক্ষ থেকে প্রার্থী ও ভোটাররা এক বস্তা ব্যালট উদ্ধার করে। তাতে ছাত্রলীগের প্রার্থীদের নামে সিল মারা ছিল। পরে প্রার্থী ও শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনি কর্মকর্তারা ভোট বন্ধ করে দেন।




Discussion about this post