কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা অভিযান চালিয়ে ২৪ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা গাজীপুরের কলোমাচরের মকুল আহমেদের ছেলে মো. জসিম উদ্দিন (৩৪) ও ফেনীর পশ্চিম চিলুনিয়ার আব্দুল কাদেরের ছেলে মুশাররফ হোসেন (৩৩)।
আজ বুধবার ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের বিজি রোড এলাকার নুর মোহাম্মদ মার্কেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
র্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব (পিপিএম), এক্স বিএন বলেন, বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের নুর মোহাম্মদ মার্কেটে অভিযান চালিয়ে অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় স্টিলের পাইপের ভেতর থেকে ২৪হাজার ৩শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাসহ দুই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে জানান লে. মির্জা শাহেদ মাহতাব।
Discussion about this post