নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দারুসসালাম থানা আওয়ামী লীগের সভাপতিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিস্তল ও গুলিসহ আটক করা হয়েছে। আ. লীগ নেতা এবিএম মাজহারুল আনাম অভ্যন্তরীণ রুটের যাত্রী ছিলেন। তার সঙ্গে ৩৪ রাউন্ড রাইফেলের ও ১০ রাউন্ড পিস্তলের গুলি পাওয়া যায়।
রবিবার সকাল সোয়া ১০টার একটি ফ্লাইটে তার কক্সবাজার যাওয়ার কথা ছিল।
বিমান বন্দর থানা সূত্রে জানা গেছে, লাগেজ স্ক্যানিংয়ের সময় তার ব্যাগ থেকে পিস্তলসহ ৪৪ রাউন্ড পাওয়া যায়। এ সময় আওয়ামী লীগ নেতা পিস্তলের লাইসেন্স দেখাতে পারলেও গোলাবারুদের ব্যাপারে কাগজপত্র দেখাতে পারেননি। তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে শনিবার দুপুরে নিজ বাসভবনে এক সাংবাদিকদের মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভুলক্রমেও বিমানবন্দরে অস্ত্রসহ কেউ প্রবেশ করলে ছাড় পাবেনা। তিনি বলেন, বিমান ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে গোয়েন্দা সংস্থা কাজ করছে।
তিনি আরো বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পেলে কিভাবে আরো ব্যবস্থা নেওয়া যায় সেটা দেখবো। আমাদের ম্যাসেজটা পরিষ্কার। অবৈধ কাজে কাউকে ছাড় দেওয়া হবে না। যে যেখানেই যাবেন আইন মেনে যাবেন।




Discussion about this post