টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন কাঠালদিয়ার যুবলীগকর্মী শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেহেদী খান (২০) ও হানিফ পন্ডিতকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দেওড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করার পরে পুলিশ ৭দিনের রিমান্ড চেয়ে মেহেদীকে আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, শিমুল হত্যাকাণ্ডে জড়িত দুই অভিযুক্ত দেওড়া এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা দেলোয়ার এর সাথে যোগাযোগ করলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের সাথে সংঘর্ষ বাধে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে শিমুল মারা যায়। এঘটনায় নিহতের চাচা আজাদ বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন।




Discussion about this post