নিজস্ব প্রতিবেদক: তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ৮ মে নতুন দিন ধার্য করেছেন আদালত।
আজ বুধবার ঢাকা মহানগরের অতিরিক্ত হাকিম কায়সারুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন ধার্য থাকলেও মামলা তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত আই নতুন দিন ধার্য করেন।
প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অনেকে। ওই ঘটনায় চকবাজার মডেল থানায় ওয়াহেদ ম্যানশনের মালিকের ছেলেদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন আসিফ নামে স্থানীয় এক বাসিন্দা।
Discussion about this post