পাবনা প্রতিনিধি: আত্মসমর্পণের মধ্য দিয়ে তারা স্বাভাবিক জীবনে ফিরতে যাচ্ছেন পাবনাসহ ১৫ ১৫ জেলার ৬ শতাধিক চরমপন্থী। যারা আত্মসমর্পণ করবেন তাদেরকে যোগ্যতা অনুযায়ী পর্যায়ক্রমে পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে সরকারের। পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে আত্মসমর্পণ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৩টায় পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এ আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এ তথ্য জানিয়েছেন।
অনুষ্ঠানে যেসব জেলা থেকে চরমপন্থীরা আত্মসমর্পণ করবেন সেই জেলাগুলো হচ্ছে পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, রাজশাহী, খুলনা, নড়াইল, যশোর, সাতক্ষীরা ও জয়পুরহাট। প্রাথমিক পর্যায়ে এসব জেলা থেকে প্রায় সাড়ে ৬শ’ চরমপন্থী আত্মসমর্পণ করার তালিকা করা হয়। তবে এই সংখ্যা আরও বাড়ছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
এর আগে গতকাল সোমবার বিকালে খুলনার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনাসহ বিভাগের চার জেলার চরমপন্থী দলের মোট ৪৫ জন সক্রিয় সদস্য আত্মসমর্পণ করেছে। এ সময় তারা পুলিশের কাছে সাতটি আগ্নেয়াস্ত্র জমা দিয়েছে।
সোমবার বিকাল সোয়া তিনটার দিকে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চরমপন্থী দলের সদস্যদের আত্মসমর্পণকালে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশের সুপার এসএম শফিউল্লাহ ও জেলা প্রশাসক মো. হেলাল হোসেন। এছাড়া সেখানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ/কে
Discussion about this post