পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলার ঢালারচরে তিন পুলিশ সদস্যকে হত্যার দায়ে আটজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই হত্যা মামলার ১৫ আসামির মধ্যে তিনজনকে খালাস দিয়েছেন আদালত। বাকি চার আসামি বিচার চলাকালীন মারা গেছেন।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় দেন। রায় ঘোষণার সময় আট আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
২০১০ সালের ২০ জুলাই রাতে পাবনার বেড়া উপজেলার ঢালারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কফিল উদ্দিন (৫০), নায়েক ওয়াহেদ আলী (৩৫) ও কনস্টেবল শফিকুল ইসলামকে (৩৫) গুলি করে হত্যা করে চরমপন্থীরা।




Discussion about this post