নিজস্ব প্রতিবেদক: বিরোধীদলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বনানী কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কার্যালয়ের তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে।
হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেতন ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য অফিসে ৪৩ লাখ টাকা ছিল। দুর্বৃত্তরা চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তা জাহাঙ্গীর আলমের রুমের তালা ভেঙে টাকাগুলো নিয়ে গেছে। এ ছাড়া আরও তিনটি রুমের তালা ভাঙা হয়েছে।
খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ এসেছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলে জানান তিনি।




Discussion about this post