লক্ষ্মীপুর প্রতিনিধি: ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনা দেশে হর হামেশাই ঘটে আসছে। এনিয়ে রোগীর স্বজনদের হাসপাতাল বা ক্লিনিক ভাংচুরের ঘটনাও ঘটে কোথাও কোথাও। তেমনি লক্ষ্মীপুরেও ডাক্তারের ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর নিহত রোগীর বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ঘণ্টাব্যাপী ভাঙচুর ও ডাক্তারকে অবরুদ্ধ করে রাখে। তবে অভিযুক্ত ডাক্তার বলছেন অপারেশন করে রোগীর জ্ঞান ফিরলে বেডে নিয়ে গেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।
শনিবার ভোরে পৌর শহরের আধুনিক হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতের স্বজনরা জানান, পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা আব্দুল হাইয়ের স্ত্রী রেজিয়া বেগম ভাঙ্গা হাত নিয়ে চিকিৎসার জন্য আধুনিক হাসপাতালে যান। শুক্রবার সকালে ভর্তির পর রাত ১০ টার দিকে ওই রোগীর অপারেশন করেন হাসপাতালের অর্থোপেডিক ডাক্তার এসহাক ভূঁইয়া। স্বজনরা অভিযোগ করেন, অপারেশনের পর থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত ওই রোগীর জ্ঞান না ফেরায় এসময় ডাক্তারের পরামর্শে দায়িত্বরত একজন নার্স রোগীকে একটি ইনজেকশন পুশ করেন। এর কিছুক্ষণ পর রোগী মারা যায়।
রোগীর মৃত্যুর খবর শুনে তার স্বজনরা বিক্ষুব্ধ হয়ে হাসপাতালে ভাঙচুর চালায়। এসময় প্রায় এক ঘন্টা ওই ডাক্তারকে অবরুদ্ধ করে রাখেন তারা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, এর আগেও হাসপাতালটিতে বেশ কয়েকজন রোগী ভূল চিকিৎসার কারণে মারা গেছেন। প্রভাবশালীরা হাসপাতাল পরিচালনার দায়িত্বে থাকায় রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাসপাতালটির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না।
সদর থানার এস আই আব্দুল মতিন বলেন, রোগীর মৃত্যু ও হাসপাতাল ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
লক্ষ্মীপুর সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা লোকমান হেসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post