নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যেসব এলাকায় ওয়াসার পানি বেশি দূষিত তার তালিকা হাইকোর্টে দাখিল করা হয়েছে। রিটকারী আইনজীবী তানভীর আহমেদের দেয়া তালিকা অনুযায়ী ঢাকা শহরের ১৬ এলাকার পানিতে দূষণের পরিমান বেশি। এলাকাগুলো হলো- জুরাইন, দনিয়া, শ্যামপুর, উত্তরা ৪ নম্বর সেক্টর, লালবাগ, রাজার দেউরি, মালিবাগ, মাদারটেক, বনশ্রী, গোড়ান, রায়সাহেব বাজার, বসিলা, পল্লবী, কাজীপাড়া ও সদরঘাট।
আজ সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটকারী আইনজীবী তানভীর আহমেদ এ তালিকা দাখিল করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন মো. তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
এদিকে,ওয়াসার পানি পরীক্ষায় গড়িমসি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। পানি পরীক্ষায় সময় চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় আবেদন করলে আদালত বলেছেন, হাইকোর্টকে হাইকোর্ট দেখাবেন না। এদিকে জুরাইন, পল্লবী, শ্যামপুরসহ ব্যবহার অনুপযোগী ঢাকার ১৬ এলাকার তালিকা হাইকোর্টে জমা দিয়েছেন রিটকারী আইনজীবী।
ওয়াসার পানি পরীক্ষায় গত বছরের ৬ নভেম্বর আদেশ দিয়েছিলেন উচ্চ আদালত। এরপর কেটে গেছে ছয় মাস। এরমধ্যে শুধুমাত্র একটি কমিটি গঠন ছাড়া কোনো অগ্রগতি নেই।
আজ সোমবার পানি পরীক্ষা কমিটি আবারো এক সপ্তাহ সময় চান আদালতের কাছে। তাতে চটেছেন উচ্চ আদালত। আদালত বলেছেন, হাইকোর্টকে হাইকোর্ট দেখাবেন না। বুধবারের মধ্যে পানি পরীক্ষার রিপোর্ট না দিলে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান আদালত।
ডেপুটি অ্যার্টনি জেনারেল মোতাহার হোসেন সাজু বলেন, যে পরীক্ষার কথা বলা হয়েছে, এতে অত সময় লাগার কথা না, এছাড়া খুব ব্যয়বহুল কোনো ব্যাপারও নেই। তারপরও বার বার সময় চাওয়ায় আদালত চটেছেন।
এদিকে আদালতের নির্দেশে ঢাকার সবচেয়ে দূষিত পানির ১৬ এলাকার তালিকা জমা দেয়া হয়েছে। ১৬ মে এ বিষয়ে আদেশ দেবেন আদালত। রিটকারী আইনজীবী তানভীর আহমেদ বলেন, মোট ১৬ এলাকার নাম আমি জমা দিয়েছি। আজকে অর্থায়নের কথা বলায় আরও সাতদিন সময় তারা কোর্টের কাছ থেকে চেয়েছেন। বার বার একই ব্যাপার বিভিন্নভাবে আসায় কোর্ট বিরক্ত। এছাড়া পানি পরীক্ষার আগ পর্যন্ত ওয়াসার এমডিকে গণমাধ্যমের সামনে কোনো ধরনের মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশনা চাওয়া হয়েছে। ওইদিন এ বিষয়ে আদেশ দিবেন আদালত।




Discussion about this post