নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ও অস্ত্রসহ সাত মামলার আসামি। নিহত মো. মুফিজ উদ্দিন কাটাখালী এলাকার গোলাম আকবরের পুত্রসন্তান।
রবিবার দিবগত রাত দেড়টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী পচাছড়া ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানা পুলিশের একটি বিশেষ দল মুফিজকে আটকের পর তার স্বীকারোক্তি নেয়। সেই অনুযায়ী ওই এলাকার পচাছড়া ব্রিজে ইয়াবাসহ অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মুফিজের লোকজন তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। অন্যান্য ইয়াবা কারবারিরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মুফিজকে উদ্ধার করা হয়। পরে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ৪টি দেশীয় এলজি; ৯ রাউন্ড তাজা গুলি; ১৩ রাউন্ড খালি খোসা; ৩ হাজার ইয়াবা উদ্ধার করে পুুলিশ। নিহত মুফিজ উদ্দিন একজন অস্ত্রধারী ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ সাতটি মামলা রয়েছে বলে জানান ওসি।
Discussion about this post