নিজস্ব প্রতিবেদক: লাটিমী গ্রুপ পরিচালিত সুপ্রীম কোর্ট বার ক্যান্টিনে পিয়াজুর মধ্যে বড়শি পাওয়ার ঘটনায় লাটিমী গ্রুপকে ১ লাখ টাকা জরিমানা এবং তাদের ইজারা বাতিলের সুপারিশ করেছে সুপ্রীম কোর্ট বার কার্যনির্বাহী কমিটি।
আজ মঙ্গলবার সুপ্রীম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটির এক বিশেষ মিটিংয়ে এ সুপারিশ করা হয়েছে।
জানা গেছে, লাটিমী গ্রুপ পরিচালিত সুপ্রীম কোর্ট বার ক্যান্টিনে পিয়াজুর মধ্যে বড়শি পাওয়া এবং খাবারের মান খারাপ, খাবারের মধ্যে সিগারেটের স্পন্স, টুথপিক, বড়শি পাওয়া সহ বিভিন্ন অনিয়মের কারনে সুপ্রীম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটির এক বিশেষ মিটিং হয়। সেখানে গতকাল সোমবার পিয়াজুর মধ্যে বড়শি পাওয়ার ঘটনায় কার্যনির্বাহী কমিটির সদস্যরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। একইসাথে লাটিমী গ্রুপকে ১ লাখ টাকা জরিমানা এবং তাদের ইজারা বাতিলের সুপারিশ করেছে তারা। এছাড়া ক্যান্টিনে ব্যাবহৃত সব ধরণের ম্যালামাইনের বাসন কোশন তিন দিনের মধ্যে পরিবর্তনের ও ক্যান্টিনে কর্মরত ক্যান্টিন বয়দেরকে ক্যান্টিনের নির্ধারিত পোশাক পরিধান করে খাবার পরিবেশনের নির্দেশ দেয়া হয়।
এবিষয়ে সুপ্রীম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটির সদস্য শামিম সরদার ও চঞ্চল কুমার বিশ্বাস বিডি ল নিউজকে বলেন, আজ আমরা লাটিমী গ্রুপের ইজারা বাতিলের সুপারিশ করেছি। এবং খাবারের মানোন্নয়নে তাদেরকে এক মাসের সময় বেঁধে দেয়া হয়েছে। এটি করতে ব্যার্থ হলে তাদর ইজারা বাতিল করা হবে।
তারা আরো বলেন, এভাবে সাধারণ আইনজীবীরা তাদর বিভিন্ন সুযোগ সুবিধা এবং আইনজীবী হিসেবে তাদের অধিকার আদায়ে সোচ্চার হলে সুপ্রীম কোর্ট প্রাঙ্গনের পরিবেশ আরো উন্নত হবে বলে আমরা আশা করি।
আরো পড়ুন: খাবারে বড়শি, সুপ্রীম কোর্ট বার ক্যান্টিনে সাধারণ আইনজীবীদের তালা
খাবারের মান খারাপ, খাবারের মধ্যে সিগারেটের স্পন্স, টুথপিক, বড়শি পাওয়া সহ বিভিন্ন অনিয়মের কারনে লাটিমী গ্রুপ পরিচালিত সুপ্রীম কোর্ট বার ক্যান্টিনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দিয়েছে সাধারণ আইনজীবীরা। একইসাথে লাটিমীগ্রুপের ইজারাস্বত্ব অতিসত্বর বাতিল ঘোষণা করে নতুন কাউকে দায়িত্ব দেয়ারও দাবি করেন তারা।
সোমবার ক্যান্টিনে খাওয়ার সময় পিয়াজুর মধ্যে বড়শি পান ক্যান্টিনে খেতে যাওয়া একজন আইনজীবী।
আইনজীবীদের ভাষ্য, ইতিপূর্বে মাছের তরকারির মধ্যে সিগারেটের ফিল্টার পাওয়া গিয়েছিল। নিম্নমানের খাবার এবং অস্বাস্থ্যকর পরিবেশের জন্য সাধারণ আইনজীবীদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। আজ আবার পিয়াজুর মধ্যে বড়শি পাওয়া যায়। পরবর্তিতে সাধারণ আইনজীবীরা মিলে সুপ্রীম কোর্ট বারের ভারপ্রাপ্ত সম্পাদক শরিফ ইউ আহমেদ এর উপস্থিতিতে ও বারের কর্মচারীদের সহযোগিতায় ক্যান্টিনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেয়। সকল আইনজীবীগণের একটাই দাবি লাটিমী গ্রুপের ইজারা বাতিল করা হোক।
Discussion about this post