নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে দায়ের করা দুদকের মামলার রায় ঘোষণার দিন আগামী ১৫ জুলাই ধার্য করেছেন আদালত।
আজ রবিবার (৩০ জুন) মামলাটির রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু আসামির পক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে ২ ও ৫ নম্বর সাক্ষীকে পুনরায় জেরার জন্য আবেদন করেন। বিচারক তাদের আবেদন মঞ্জুর করে আগামী ১৫ জুলাই পরবর্তী দিন ধার্য করেন।
নোমানের আইনজীবী তাহেরুল ইসলাম তাওহীদ এ তথ্য নিশ্চিত করেন।
ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক সৈয়দ কামাল হোসেনের আদালতে এ মামলার বিচার কাজ চলছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৯৯৭ সালের ৭ আগস্ট নোমানের সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করা হয়। ওই বছরের
২৬ অক্টোবর নোমান নোটিশটি গ্রহণ করেন। নোটিশ পাওয়ার পর আইনুযায়ী, ৪৫ দিনের মধ্যে সম্পদের হিসাব বিবরণী দাখিল করার কথা থাকলেও তিনি তা করেননি। এমনকি তিনি সময় বাড়িয়ে দেওযার জন্য দুদকে কোনও আবেদনও করেননি. যা ১৯৫৭ সালের দুর্নীতি দমন আইনের ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
এ ঘটনায় ১৯৯৮ সালের ১৯ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানায় দুদকের কর্মকর্তা আব্দুল্লাহ আল জাহিদ বাদী হয়ে নোমানের বিরুদ্ধে একটি মামলা করেন। এরপর ২০০০ সালের ৩০ মে নোমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি নোমনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগপত্রে আট জনের মধ্যে বিভিন্ন সময় সাত জন আদালতে সাক্ষ্য দেন।




Discussion about this post