বরগুনা প্রতিনিধি: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড (২৫) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। তবে রিফাত ফরাজী এখনো পলাতক রয়েছে।
মঙ্গলবার ভোররাত সোয়া ৪টার দিকে বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরগুনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন।
তিনি বলেন, রিফাত হত্যাসহ ১১ মামলার আসামি নয়নকে গ্রেফতারে বুড়ির চরে অভিযানে গেলে পুলিশের ওপর গুলি চালান নয়ন বন্ড। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে নয়ন বন্ডের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, শর্টগানের দু’টি গুলির খোসা এবং দেশীয় তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার (২৭ জুন) বরগুনা সরকারি কলেজ গেটের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কোপাতে থাকে পেশাদার সন্ত্রাসী নয়ন বন্ড ও রিফাত ফরাজী। ঘটনার একটি ভিডিও প্রকাশ পায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ওই ভিডিওতে দেখা গেছে, স্বামীকে বাঁচাতে লড়াই করছেন স্ত্রী। শত চেষ্টার পরও স্বামীকে বাঁচাতে পারেননি মিন্নি।
এই ঘটনায় অন্যান্য আসামিরা ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে ছিল প্রধান দুই আসামি নয়ন বন্ড ও রিফাত ফরাজী।
Discussion about this post