নিজস্ব প্রতিবেদক: শত বছর বয়সী নারী রাবেয়ার বিরুদ্ধে থাকা অস্ত্র মামলা স্থগিত করার পরও মামলার কার্যক্রম পরিচালনা করায় ঢাকার ট্রাইব্যাুনাল-২ এর বিচারক আল মামুনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট।
হাইকোর্ট বলেন, জেলা জজ ও সহকারী জজরাও বিচার বিভাগের অংশ। তাদের সুনাম মানে বিচার বিভাগের (আমাদের) সুনাম। আর তাদের দুর্নাম মানে জুডিশিয়ারির (আমাদের) দুর্নাম।
আদালতে আজ (বুধবার) বিচারকের পক্ষে আইনজীবী ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন ও সম্পাদক এএম মাহবুব উদ্দিন খোকন।
বিচারকের বিষয়ে অসন্তোষ প্রকাশ করার পর এ বিষয়ে বিস্তারিত শুনানির জন্য আগামী ১৭ জুলাই পরবর্তী দিন ঠিক করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বিচারককে ব্যক্তিগত হাজিরা থেকেও অব্যাহতি দিয়েছেন।




Discussion about this post