ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ (পরে বরখাস্ত) এস এম সিরাজ উদ দৌলা কর্তৃক যৌন হয়রানি মামলার অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত অভিযোগপত্র গ্রহণের ওপর আজ বৃহস্পতিবার শুনানি করবেন বলে জানিয়েছেন।
গতকাল বুধবার বিকেলে সোনাগাজী আমলি আদালতের বিচারক ও ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাকির হোসাইনের আদালতে এ অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক শাহ আলম।
গত ২৭ মার্চ ওই মাদরাসার তৎকালীন অধ্যক্ষ এস এম সিরাজ উদ দৌলা নুসরাত জাহান রাফির ওপর যৌন হয়রানির চেষ্টা চালান। মামলা সূত্রে পুলিশ একমাত্র অভিযুক্ত সিরাজকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। ঘটনার তিন মাস পাঁচ দিন পর তদন্ত শেষে অভিযোগপত্র দেন ফেনী পিবিআইয়ের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলম।
আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার পর শাহ আলম উপস্থিত সাংবাদিকদের বলেন, আমরা ১০ পৃষ্ঠার অভিযোগপত্রসহ মোট ২৭১ পৃষ্ঠার কেস ডকেট বা নথি জমা দিয়েছি। এখানে মৃত্যুর আগে নুসরাতের দুটি অডিও এবং একটি ভিডিও রেকর্ডও যুক্ত করে দেওয়া হয়। মামলায় একমাত্র আসামি সিরাজ উদ দৌলার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির সুপারিশ করা হয়েছে এবং মামলাটিতে মোট ২৯ জনকে সাক্ষী রাখা হয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা।
Discussion about this post