নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় সদর উপজেলার একটি মাদকদ্রব্য আইনের মামলায় তিন বাস শ্রমিকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ডসহ অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা দায়রা ও জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ঠান্ঠু মন্ডল, মো. সাগর, সোহেল রানা। ঠান্ঠু কুষ্টিয়ার ফকিরাবাদ নওদাপাড়া গ্রামের হামিদ আলী মন্ডলের পুত্র। মো. সাগর একই এলাকার খেজুরতলা গ্রামের মৃত আজিজুর রহমানের সন্তান। আর মিরপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত পটল ওরফে নবীন প্রামানিকের ছেলে সোহেল রানা।
আদালত সূত্র জানান, চুয়াডাঙ্গা থেকে বাসের শ্রমিকের দিয়ে কুষ্টিয়ার বাস টার্মিনালে বিপুল পরিমাণ হেরোইন আসছে; এমন খবরে ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর বাস টার্মিনালে গিয়ে কুষ্টিয়া র্যাব-১২’র সদস্যরা ওৎ পেতে তাকে। বিষয়টি বুঝতে পেরে কারবারিরা মাদক হস্তান্তর না করে ফের চুয়াডাঙ্গা মাদকগুলো নেয়ার চেষ্টা করে।
তবে কুষ্টিয়ার বটতৈল চেকপোস্টে বাস তল্লাশি করলে দুই প্যাকেটে এক কেজি হোরোইন উদ্ধার করে র্যাব। গ্রেফতার হয় বাসের সুপারভাইজার ঠান্ঠু মন্ডল ও তার সহকারী সাগর আর সোহেল রানা।
মামলাটিতে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর আজ এই আদেশ দেন আদালত। রায়ের পর আসামিদের কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Discussion about this post