নিজস্ব প্রতিবেদক: নিম্ন আদালতের কোনো জজ বা ম্যাজিস্ট্রেটদের নাম লেখার বিষয়ে একটি নতুন আদেশ দিয়েছে হাইকোর্ট। নতুন এই আদেশে হাইকোর্ট জানিয়েছে তারা তাদের নামের আগে ডক্টর, ব্যারিস্টার বা অন্য কোনো পদবী লিখতে পারবে না।
আজ রবিবার দুপুরে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
পরে ওই কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ সাংবাদিকদের জানান, ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আক্তারুজ্জামানের একটি আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন নিয়ে এসেছিলেন আকরাম উদ্দিন নামে একজন আইনজীবী।
ওই আবেদনের শুনানির সময় আদালত দেখতে পান বিচারকের নামের আগে ডক্টর পদবী লেখা আছে। তখন আদালত স্ব-প্রণোদিত ভাবে আদেশ দেন, নিম্ন আদালতের কোনো বিচারক বা ম্যাজিস্ট্রেট তাদের নামের আগে ডক্টর, ব্যারিস্টার বা অন্য কোনো পদবি লিখতে পারবেন না।




Discussion about this post