নিজস্ব প্রতিবেদক: সুপ্রিমকোর্টের ১০৫ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার।
রবিবার (৭ জুলাই) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে ‘দ্য বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার ১৯৭২ এর ৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী, সুপ্রিম কোর্টের ১০৫ জন আইনজীবীকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেয়া হলো। এছাড়া এর আগে ২০১৭ সালের ১২ জুন ২৭ জন ও ১৯ অক্টোবর ২৫ জন নিয়োগপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেলকে স্বপদে বহাল রাখা হয়েছে। তার আগের সব নিয়োগপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগাদেশ বাতিল করা হয়েছে।
এই নিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের সংখ্যা দাঁড়ালো ১৫৭ জনে। বর্তমানে একজন অ্যাটর্নি জেনারেল; দুই জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আছেন।




Discussion about this post