নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিন দিনের সফরে আগামী ৬ আগস্ট দিল্লি যাচ্ছেন। এই সফরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে জানা গেছে। ভারতের নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম বৈঠক।
জানা গেছে, এখনও পর্যন্ত এর তারিখ ৭ আগস্ট ঠিক করা আছে। অবশ্য তাদের বৈঠকের আগে দুই দেশের প্রতিনিধিরা বসবেন বলেও জানা গেছে।
আরও জানা গেছে, এই বৈঠকে অনুপ্রবেশ থেকে গরু পাচার , জাল নোটের কারবার নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের পক্ষে সীমান্তে বিএসএফের হাতে মৃত্যুর ঘটনা নিয়ে উদ্বেগ জানানো হতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকি রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।
গরু আমদানি নিয়ে যে নিষেধাজ্ঞা রয়েছে সে কথাও বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে অবহিত করা হবে।
এমনকি এই বৈঠকে আসামের এনআরসি নিয়েও আলোচনা হতে পারে। এতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উচ্চতা বজায় রেখে এনআরসিতে চিহ্নিত বিদেশিদের ফেরত পাঠানোর বিষয়টি তুলে ধরার চেষ্টা হবে বলেও জানা গেছে।
বৈঠক শেষে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ৮ আগস্ট ঢাকায় ফিরবেন বলেও সূত্রটি বলছে।
Discussion about this post