নিজস্ব প্রতিবেদক: বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা‘র সিনিয়র রিপোর্টার মুশফিকুর রহমান নিখোঁজ রয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
তার পরিবারের সদস্যরা জানিয়েছে, শনিবার বিকেলে মামার সঙ্গে কথা বলতে গুলশানে যান মুশফিকুর। তার সঙ্গে দেখা করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসায় ফেরার জন্য রওনা দেন তিনি। কিন্তু এরপর তিনি আর বাসায় ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে গতরাতেই গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার মামা এজাবুল হক।
এজাবুল হক জানান, গত ২১ জুলাই মুশফিকুরকে প্রাণনাশের হুমকি দিয়েছিল অজ্ঞাত ব্যক্তি। এ ঘটনায় ২২ জুলাই রাজধানীর পল্লবী থানায় লিখিত অভিযোগও করেন তিনি। সেই ঘটনার সুরাহা না হতেই নিখোঁজ হলেন মুশফিকুর।
আজ রবিবার সকালে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, সাংবাদিক নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মুশফিকুরকে খুঁজে পেতে সব রকমের চেষ্টা চলছে।
Discussion about this post