মাগুরা প্রতিনিধি: পুলিশের ধাওয়া খেয়ে মাগুরার কুমার নদীতে নিখোঁজ হওয়া আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর উপজেলার হাটশ্রীখোল বাজার এলাকায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন তিনি।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নদী থেকে আওয়ামী লীগ নেতা মো. আমিরুল ইসলামের মরদেহটি উদ্ধার করা হয়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মো. আমিরুল ইসলাম শ্রীখোল ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
নিহতের ছোট ভাই মো. কামরুল ইসলাম জানান, দলাদলির সূত্র ধরে তার বড় ভাই আমিরুল ইসলামকে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে মামলা দিয়ে হয়রানি করে আসছে। মঙ্গলবার রাত ৯টার দিকে মাগুরা গোয়েন্দা পুলিশের একটি দল হাটশ্রীখোল বাজারে গিয়ে আমিরুল ইসলামসহ বেশ কয়েকজনকে মাদক উদ্ধারের অভিযানের কথা বলে শরীর তল্লাশি করে। কিন্তু কোনো মাদক না পেয়ে পুলিশ আমিরুলকে মামলার এজাহারভুক্ত আসামি বলে গ্রেফতার করলে আমিরুল ভয়ে দৌড়ে পালাতে যান। এ সময় বাজারের পার্শ্ববর্তী কুমার নদীতে পড়ে যান তিনি। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।




Discussion about this post