খুলনা প্রতিনিধি: খুলনার ফুলতলা উপজেলায় ইসলাম খাঁ হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- একই গ্রামের ইসলাম মোল্লা, কামাল শেখ, মোস্তফা শেখ ও হান্নান গাজী। তবে আসামিরা সবাই পলাতক রয়েছেন। এ সময় তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক বুশরা সাইয়েদা এ রায় ঘোষণা করেন।
আদালতসূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ২০১০ সালের ১৭ সেপ্টেম্বর ইসলাম খাকে পিটিয়ে হত্যা করা হয়। পরে এ ঘটনায় নিহতের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে ওই দিন ফুলতলা থানায় হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এমএম সাজ্জাদ আলী।
Discussion about this post