নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে আরো কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে গাফিলতির তদন্ত কমিটির বিষয়ে সিদ্ধান্ত অবকাশকালীন ছুটির পর দেয়া হবে বলেও জানায় আদালত।
আজ বুধবার সকালে ডেঙ্গু প্রতিকারে সিটি করপোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের ওপর শুনানিতে হাইকোর্ট এ নির্দেশ দেন।
হাইকোর্ট আরো বলেন, ডেঙ্গু প্রতিকারে অবশ্যই গাফিলতি রয়েছে। এবং এটা অবশ্যই তদন্ত হতে হবে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে গৃহীত পদক্ষেপের বিষয়ে আগামী ১৬ আক্টোবর আবার প্রতিবেদনের নির্দেশ দেন আদালত।
Discussion about this post