নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক সমাবেশে উসকানিমূলক বক্তব্য এবং পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা পুলিশের এক নাশকতার মামলায় মির্জা ফখরুলসহ আট বিএনপি নেতাকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত।
আজ সোমবারবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৮ নেতাকে জামিন দেন ঢাকা মহানগর হাকিম শরাফুজ্জামান আনসারির আদালত।
অপর আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েস্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমদ ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এর আগে সকালে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। যার প্রেক্ষিতে আদালত তাদের বিরুদ্ধে দায়ের করা এই মামলার শুনানির সময় ধার্য করেন। শুনানি শেষে আদালত ৫ হাজার টাকা বন্ডে আসামিদের জামিন মঞ্জুর করেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, এএম মাহবুব উদ্দিন খোকন এবং মাসুদ আহমেদ তালুকদার। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান ও তাহেরুল ইসলাম তৌহিদ।
পরে আসামি পক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ গণমাধ্যমকে জানান, বিএনপির এই ৮ নেতাকে ৫ হাজার টাকায় মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে এ মামলার আরও আট নেতা শিগগিরই হাজির হয়ে জামিন নেবেন বলে আশা করছি।
গত ১৮ এপ্রিল এ মামলায় আপিল বিভাগের রায় প্রকাশের পর বিচারিক আদালতে পৌঁছানোর দুই সপ্তাহের মধ্যে ১৬ নেতাকে আত্মসমর্পণ করতে বলা হয়। তবে আত্মসমর্পণের পর এসব ব্যক্তি জামিনের আবেদন করলে সংশ্লিষ্ট আদালত আইন ও তথ্য অনুসারে জামিনের জন্য তাদের প্রার্থনা বিবেচনা করতে বিচারিক আদালতকে নির্দেশ দেন আপিল বিভাগ। ২১ আগস্ট আপিল বিভাগের রায়টি বিচারিক আদালতে পৌঁছায়। যার ধারাবাহিকতায় তারা বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিন চেয়ে আবেদন করেন।
এর আগে নাশকতার অভিযোগে হাতিরঝিলে করা মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৮ শীর্ষ নেতাকে আগাম জামিন দেন বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের হাইকোর্ট বেঞ্চ।
প্রসঙ্গত, গত বছরের ১ অক্টোবর রাজধানীর হাতিরঝিল থানায় সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য এবং পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৫ জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ।




Discussion about this post