নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনের নিচতলায় আগুন লাগার ঘটনা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রবিবার দিবাগত রাত দেড়টার দিকে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
এসময় তিনি বলেন, রাত ১১টার দিকে আগুন লাগে। কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে আমরা তা জানি না। একটা তদন্ত কমিটি গঠন হয়েছে। এর নেতৃত্ব দেবেন নির্বাচন কমিশনের একজন অতিরিক্ত সচিব, ফায়ার ব্রিগেডের একজন প্রতিনিধি, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, গণপূর্ত বিভাগের দুইজন, একজন সিভিল ইঞ্জিনিয়ার আর একজন ইলেট্রিক ইঞ্জিনিয়ার।
নির্বাচন কমিশনার আরও বলেন, আগুন লাগার ঘটনা অপ্রত্যাশিত। আল্লাহর অশেষ রহমত ভবনের অন্য তলায় আগুন ছড়ায়নি। ফায়ার বিগ্রেড দ্রুত না আসলে আর্থিক ক্ষতি অনেক হত। তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলেছে। তবে ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, এ ব্যাপারে সতর্ক থাকব। প্রধান নির্বাচন কমিশনার দেশের বাইরে। তিনি উদ্বেগ প্রকাশ করেছে। আমি কাল (সোমবার) তার সঙ্গে এ বিষয়ে কথা বলব’।
নিচতলায় থাকা ইভিএম মেশিনের কোনো ক্ষতি হয়েছে কিনা এমন প্রশ্নে নির্বাচন কমিশনার মাহবুব বলেন, ‘আমরা কেবল জায়গা পরিদর্শন করেছি। তদন্ত কর্মকর্তারা বলতে পারবে। তবে কিছু কিছু যন্ত্রপাতি আছে, কিছু ভিজেছে কিন্তু ক্ষতি হয়নি। পানিতে ভিজে গেছে। আমরা ফায়ার সার্ভিস কর্মকর্তাকে বলেছি সেগুলোর ব্যাপারে পদক্ষেপ নিতে’।
ইসির নিজস্ব আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা কতটুকু কার্যকর হয়েছে তা তদন্ত করে দেখা হবে। ভবিষ্যতে নিজেদের ব্যবস্থায় যেন আগুন নিয়ন্ত্রণ করতে পারি আমাদের সে ব্যবস্থা থাকবে।
উল্লেখ্য, গতকাল রাত ১১টার পর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে দেড় ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।




Discussion about this post