নিজস্ব প্রতিবেদক: গণধর্ষণের অভিযোগে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দুই পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- শাকিল কামাল চৌধুরী ও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার।
গতকাল রবিবার রাতে ভুক্তভোগী ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে ধানমন্ডি থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধানমন্ডি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মরফিদুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার চাকরির জন্য ধানমন্ডি ১৩ নম্বর রোডের একটি বাড়িতে ওই নারীকে ডেকে নেয়া হয়। সেখানে যাওয়ার পর গণধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করেন ওই নারী।
Discussion about this post