নিজস্ব প্রতিবেদক: ক্ষমতার অপব্যবহার, বিদেশে অর্থপাচার ও ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ (এসকে সিনহা) ১১ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য আগামী ১১ নভেম্বর ধার্য করেছেন আদালত।
আজ বুধবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিলো। কিন্তু, তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেয়ায় ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েস এই আদেশ দেন।
এর আগে ১০ জুলাই ঢাকা সমন্বিত জেলা কাযার্লয়-১-এ মামলাটি করেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
এস কে সিনহা ছাড়া মামলার বাকি আসামিরা হলেন- ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) সাবেক এমডি এ কে এম শামীম, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জিয়াউদ্দিন আহমেদ, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, টাঙ্গাইলের বাসিন্দা মো. শাহজাহান, একই এলাকার নিরঞ্জন চন্দ্র সাহা, রনজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায়।
প্রতারণা করে ফারমার্স ব্যাংকের গুলশান শাখা থেকে ৪ কোটি টাকা তুলে নেয় বলে এজাহারে উল্লেখ করা হয়।
এর আগে, ২০১৮ সালের ৪ অক্টোবর সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ব্যাংক হিসাবে ৪ কোটি টাকা লেনদনের ঘটনায় জালিয়াতির প্রমাণের কথা জানায় দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। অভিযোগ অনুসন্ধানে ওই বছরের ৬ মে ও ২৬ সেপ্টেম্বর মোট ৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়।




Discussion about this post