নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নিহত বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে করা রিটের শুনানি হবে মঙ্গলবার। এরআগে রবিবার জনস্বার্থে রিট আবেদনটি করেন আইনজীবী শাহীন বাবু।
আজ সোমবার (১৪ অক্টোবর) রিট আবেদনটি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে উপস্থাপন করা হলে এ আদেশ দেয়া হয়।
রিটে বিচার বিভাগীয় তদন্ত (জুডিশিয়াল ইনকয়ারি) এবং আবরারের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও নির্দেশনা চাওয়া হয়েছে। আদালতে রিট আবেদন উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী একেএম ফয়েজ।
প্রসঙ্গত, ভারতের সাথে চুক্তির বিরোধিতা করে শনিবার (৫ অক্টোবর) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ফাহাদ। এর জের ধরে রবিবার (৬ অক্টোবর) রাতে শেরেবাংলা হলের নিজের ১০১১ নম্বর কক্ষ থেকে তাকে ডেকে নিয়ে ২০১১ নম্বর কক্ষে বেধড়ক পেটানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিটুনির সময় নিহত আবরারকে ‘শিবিরকর্মী’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালায় খুনিরা।
ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, তার মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭ তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।
পরে এই ঘটনায় আবরার বাবা মো. বরকত উল্লাহ ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েক জনকে আসামি করে চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন। আবরারের বাবার করা হত্যা মামলায় এ পর্যন্ত ২০ জনকে পুলিশ গ্রেফতার করেছে, তার মধ্যে ইফতিসহ ১৯ জন এজাহারভুক্ত আসামি।
Discussion about this post