ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ভাঙ্গায় মুদি দোকানদার হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্তরা হলেন, স্বপন মুন্সী, নাহিদ শেখ, আয়নাল শেখ ও আল আমিন শেখ। এর মধ্যে আল আমিন শেখ পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিনজন উপস্থিত ছিলেন।
আজ রবিবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মোছা. কামরুন্নাহার বেগম এ রায় ঘোষণা করেন।
হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রায়ে আসামিদের ৪ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালতের বিচারক।




Discussion about this post