নিজস্ব প্রতিবেদক: সরকারি-বেসরকারি ব্যাংকসহ আর্থিক খাতের দুর্বলতা ও অব্যবস্থাপনা তদন্তে বাংলাদেশ ব্যাংককে ৯ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই কমিটির পরামর্শ অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংককে কাজ করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ ব্যাংকের পক্ষে আজমালুল হোসেন কিউসি, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষে শাহ মঞ্জুরুল হক এবং দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।




Discussion about this post