নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২০১৯ সালে কতজনের মৃত্যু হয়েছে তার সংখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষকে আগামী ১১ নভেম্বরের মধ্যে এই বিষয়ে আদালতকে তথ্য দিতে বলা হয়।
বুধবার (০৬ নভেম্বর) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।
গত ২৮ আগস্ট এক আদেশে আদালত ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের নেয়া কাজের অগ্রগতি জানতে চেয়ে নির্দেশ দিয়েছিলেন। বুধবার দুই সিটির পক্ষে এই প্রতিবেদন দিতে সময় আবেদন করার পর আদালত ১১ নভেম্বর দিন ঠিক করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষে ছিলেন- ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু।
গত ৪ জুলাই স্বপ্রণোদিত এক আদেশে ঢাকা সিটিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ এডিস মশা নির্মূল এবং ধ্বংসে অগ্রাধিকার ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশ দিয়ে দিয়ে রুল জারি করে হাইকোর্ট। সেই আদেশের ধারবাহিকতায় উক্ত আদেশ দেন।




Discussion about this post