কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ঘুষ গ্রহণকালে সদর সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ এবং অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুলকে গ্রেফতার করেছে দুদক। এসময় সেখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম শীল, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর)দুপুর ১টায় শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলা দুদকের এই অভিযানে আটকদের তল্লাশি চালিয়ে ঘুষের ১ লাখ ৪ হাজার ৪ শত টাকা উদ্ধার করেছে দুদকের অভিযানিক দল।
দুদকের উপ-পরিচালক মো. যাকারিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালনা শেষে সংবাদ মাধ্যমকে বলেন, সকালে আমাদের কাছে সংবাদ আসে যে সদর সাব- রেজিস্ট্রি অফিসে বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে।
বিষয়টি দুদক সদর দফতরকে অবহিতপূর্বক অভিযানের অনুমতি প্রাপ্তি সাপেক্ষে এখানে অভিযানকালে সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ ও অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুলকে ঘুষ হিসেবে গৃহীত টাকাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছি।
পরবর্তী আইনানুগ প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সৌপর্দ করা হবে।




Discussion about this post