নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের বিরুদ্ধে ওঠা দুর্নীতি-অনিয়মের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভর্তি ফি, হল ভাড়া, ক্রেডিট ফি ও চিকিৎসা ফি আদায়ের অভিযোগ রয়েছে নাসিরউদ্দিনের বিরুদ্ধে।
বুধবার (১৩ নভেম্বর) দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যাহকে অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দুদকের জনসংযোগ শাখা।
আন্দোলনের মুখে গত ৩০ সেপ্টেম্বর উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন তিনি। তবে পদত্যাগের আগের দিনই ২৯ সেপ্টেম্বর ক্যাম্পাস ছাড়েন নাসিরউদ্দিন।
এর আগে ১১ সেপ্টেম্বর ফেসবুকে একটি পোস্ট দেওয়ার কারণে একটি দৈনিকের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ও আইন বিভাগের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হলে নাসিরউদ্দিনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এর মধ্যেই এক ছাত্রী ও নাসিরউদ্দিনের কথোপকথনের একডি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অডিওতে ছাত্রীকে বকাঝকা ও হুমকি-ধমকির পাশাপাশি তার বাবাকে নিয়েও অশালীন মন্তব্য করেন উপাচার্য নাসিরউদ্দিন। ১৮ সেপ্টেম্বর শিক্ষার্থীদের বকিষ্কারাদেশ প্রত্যাহার করা হলেও ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ২১ সেপ্টেম্বর নাসিরউদ্দিনের মদদপুষ্ট বহিরাগত সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে আহত হন২০ জন।
এ ঘটনার পর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত কমিটি করে ইউজিসি। তদন্ত দল নাসিরউদ্দিনকে সরিয়ে দেওয়ার সুপারিশ করে। এরপর পদত্যাগ করেন তিনি।




Discussion about this post