নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নরুল হুদা বলেছেন, নির্বাচনে অংশ নেয়া সব রাজনৈতিক দল যদি বলে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন করা যাবে না, তাহলে ইভিএমে ভোট গ্রহন বাতিল করা হবে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীতে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন সিইসি।
নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচন পরিচালনা করতে নির্দেশ দিয়ে প্রধান নির্বচন কমিশনার আরও বলেন, মাঠে কাজ করতে গেলে অনেক সমস্যা মোকাবিলা করতে হবে। সেটা আপনারা নিজ দায়িত্বে মোকাবিলা করবেন। যখন যেটা পারবেন না, তাৎক্ষণিকভাবে সেটা আপনাদের সিনিয়র কর্মকর্তাদের জানাবেন, তারা সমাধানের চেষ্টা করবে।




Discussion about this post